For Tamanna
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
বুধবার, ১৫ আগস্ট, ২০১২
খুব ভাল লাগত
ধন্যবাদ জানিয়ে
তোমাকে ছোট করতে চাইনা
শুধু বলতে চাই-
তোমার মতো বন্ধু পেয়ে
খুব ভাল লাগত।
দু’বেলা
দু’মুঠো ভালবাসা না পেলেও
আড্ডা দেবার মতো
মনের কথা বলার মতো
সুন্দর মনের বন্ধুতো পেয়েছিলাম।
ধন্যবাদ জানিয়ে
তোমাকে ছোট করতে চাইনা
শুধু বলব -
সুন্দর একটা বন্ধু পেয়েছিলাম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)